গত ২৭ মার্চ, ২০২৪ খ্রি. তারিখে বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে চলমান সাপ্তাহিক সেমিনারে " Effective adsorptive removal of moxifloxacin from aqueous solution using graphene oxide prepared from waste dry cell'' শিরোনামে সেমিনার প্রদান করেন জনাব অদিতি কর্মকার, এসও। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন গবেষণাগারের সম্মানিত পরিচালক ড. মোঃ সেলিম খান, সিএসও মহোদয় । উক্ত সেমিনারে অত্র গবেষণাগারের সকল বিজ্ঞানী উপস্থিত ছিলেন।