গত ৩০ জানুয়ারী ২০২৫ রোজ বৃহ:স্পতিবার বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. মো: সেলিম খান স্যারের বদলীজনিত বিদায় এবং জনাব মো: হাবিবুর রহমান ভূঞাঁ স্যারের আগমন উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র গবেষণাগারের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, এবং কর্মচারীরবরবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিএসআইআর রাজশাহী বিজ্ঞানী সংঘের সভাপতি ড. শারমিনা ইয়াসমিন,পিএসও। বিদায়ী পরিচালক স্যারের বর্ণাঢ্য কর্মকাল এবং অবদানকে স্মরণ করে বিজ্ঞানী সংঘ, অফিসার্স এসোসিয়েশন এবং কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয়। একই সাথে নবাগত পরিচালক স্যারকে স্বাগত জানানো হয়।