অদ্য ১৭ এপ্রিল, ২০২৪ খ্রি. তারিখে বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে চলমান সাপ্তাহিক সেমিনারে " Investigation of Organic Pollutants, Microplastics and Heavy Metals in Marine Fish Sample of Bangladesh'' শিরোনামে সেমিনার প্রদান করেন জনাব সেরাজম মনিরহ জয়া, এসও। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন গবেষণাগারের সম্মানিত পরিচালক ড. মোঃ সেলিম খান, সিএসও মহোদয় । উক্ত সেমিনারে অত্র গবেষণাগারের সকল বিজ্ঞানী উপস্থিত ছিলেন।