Wellcome to National Portal
BCSIR Laboratories, Rajshahi Ministry of Science and Technology, Government of the People's Republic of Bangladesh
Text size A A A
Color C C C C

Last updated: 7th July 2024

গত ৩০ জুন-৪ এপ্রিল ২০২৪ খ্রি. মোট পাঁচদিন ব্যাপী বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের মাস্টার্স ও চতুর্থ বর্ষের ৩০ জন শিক্ষার্থী গবেষণাগারের বিভিন্ন Analytical Instruments এর উপর প্রশিক্ষণ গ্রহণ করে। Instruments গুলো হচ্ছে High Performance Liquid Chromatography (HPLC), Ion Chromatography (IC), Ultraviolet Visible Near Infrared (UV–vis–NIR) spectroscopy এবং Fourier Transform Infrared Spectroscopy (FTIR)। উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. মো. সেলিম খান, সিএসও। প্রশিক্ষণের প্রশিক্ষক হিসাবে ছিলেন ড. মোঃ নুরুল হুদা ভূঁইয়া, পিএসও, জনাব ফারহানা জাহান, এসও এবং জনাব বিজয় মৈত্র, এসও। প্রশিক্ষণের শেষদিন শিক্ষার্থীদের বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের বিভিন্ন ডিভিশন পরিদর্শন করানো হয় পাশাপাশি গবেষণা সংশ্লিষ্ট বিষয়গুলো ধারণা দেয়া হয়।