Wellcome to National Portal
BCSIR Laboratories, Rajshahi Ministry of Science and Technology, Government of the People's Republic of Bangladesh
Text size A A A
Color C C C C

Last updated: 28th November 2021

At a Glance BCSIR, Rajshahi Laboratories

বিসিএসআইআর, রাজশাহী গবেষণাগার, গবেষণার ক্ষেত্রে উত্তর বঙ্গের বহুমুখী সর্বোচ্চ গবেষণা ও সেবাধর্মী প্রতিষ্ঠান। অত্র গবেষণাগার বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও বানিজ্যিকিকরণের মাধ্যমে দেশের তথা উত্তর বঙ্গের আর্থসামাজিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। গবেষণাগারের বিজ্ঞানীরা এযাবত ৩১০০ এর অধিক গবেষণামূলক প্রবন্ধ রচনা, প্রায় ৫০০০টি শিল্প ও বাণিজ্য সংক্রান্ত সমস্যা সমাধান এবং ১৬০টি শিল্প পদ্ধতি উদ্ভাবন করেছেন। উদ্ভাবিত পদ্ধতির মধ্যে ১৩২টি পদ্ধতি প্যাটেন্ট লাভ করেছে। ১৭জন ইজারাদারের কাছে ৩৮টি পদ্ধতি উৎপাদনে ব্যবহারের জন্য ইজারা প্রদান করা হয়েছে। বর্তমানে এই সব পদ্ধতি ব্যবহার করে ৩০টি দ্রব্য সামগ্রী উৎপাদিত হচ্ছে। এছাড়া বিগত পঞ্চাশ বছর ধরে। বিসিএসআইআর শীর্ষক গবেষণা জার্নাল এবং পু্রোগামী বিজ্ঞান ও বিজ্ঞানের জয়যাত্রা নামক সাময়িকীতে নিয়মিত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়ে আসছে। এ উল্লেখযোগ্য ও অনবদ্য সফলতার পিছনে যে সব বিজ্ঞানীর অবদান রয়েছে তাদেরকে সম্মাননা প্রদান করা উচিৎ। এতে স্বনামধন্য বিজ্ঞানীদের জীবন কর্ম থেকে এ প্রজন্মের বিজ্ঞানীরা উৎসাহিত হবেন।

 

উত্তরবঙ্গের অব্যবহৃত কাঁচামাল ও প্রাকৃতিক সম্পদকে অর্থনৈতিক ভাবে লাভজনক ব্যবহারের উদ্দেশ্যে গবেষণা করে এ গবেষণাগার যথেষ্ট সফলতা লাভ করেছে। বিজ্ঞানীরা দানালাক্ষা থেকে ডি-ওয়াক্স সিল্যাক, আমিষ সমৃদ্ধ খাবার, খাদ্য ও ফল সংরক্ষণ, বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমে শিল্প সামগ্রী উৎপাদন, উদ্ভিদ ও ঔষধ পদ্ধতি, প্রাকৃতিক আঁশ, দেশের উদ্ভাবিত বিভিন্ন শিল্প পদ্ধতির বাণিজ্যিক উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত গবেষণা, বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ মহান প্রতিষ্ঠানের গৌরব উজ্জল অর্জন বিজ্ঞানীদের অবদান। উপমহাদেশের স্বনামধন্য বিজ্ঞানী ও গবেষক ড. মুহাম্মদ কুদরত-এখুদা, জ্বালানী গবেষণা ও উন্নয়নের পথিকৃত গবেষক ড. মুহাম্মদ ইউসুফ, এ দেশের নারী বিজ্ঞানীদের চুড়ামনি, ফ্লোজেলা ও স্পিরুলিনা বিষয়ে সফল গবেষক ড. ফ্লোরা জাইবুন মাজিদ, রাজশাহী গবেষণাগারের লাক্ষা ও ডাই বিষয়ে ড. ওমর ফারুক উল্লেখযোগ্য। রাজশাহী গবেষণাগার এখন উন্নতমানের গবেষণাগারে পরিণত হয়েছে। এখানে প্রচুর গবেষণা করার মত অনেক দামী যন্ত্রপাতি আছে। দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, ছাত্র, গবেষক বিজ্ঞানীদের অধীনে গবেষণা করে থাকে।

 

অত্র গবেষণাগার নিম্নলিখিত গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকে

1) Rapid molecular detection and quantification of halal certification by procine (pig or swine) DNA testing.

2) Detection of genetically modified organisms (GMO).

3) Bird flu (H5N1) virus detection

4) Detection of pathogenic bacteria: Salmonella, E. coli, Listeria etc.

5) Detection of prawn, shrimp and potato disease through PCR

6) Quantification of vitamins, Amino acids and active ingredients in drug.

7) Metabolic profiling, identification and Purity, Precision and Quantization.

এছাড়া Si, A1, Ti, Fe, Ca, Mg, Na, K, Mn, P, Zn, Co, Ni, As, Cu মৌল সনাক্ত ও পরিমাণ নির্ধারণ করে থাকে। এছাড়া BOD, COD, TS, TDS, Cl, Sulphate, Nitrate determination করা হয় এবং দেশীয় ও আমদানিকৃত কাঁচামালের গুণগত মান পরীক্ষণ ও রাসায়নিক বিশ্লেষণ করা হয়। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার, রাজশাহীর গবেষণার ক্ষেত্র দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

 

মানব সম্পদ উন্নয়নঃ

বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে দক্ষ জনবল অর্থাৎ দক্ষ গবেষক তৈরির নিমিত্তে রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগার গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে।

অত্র গবেষণাগারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এম.এসসি. থিসিস, এম ফিল, পিএইচডি ও Post-Doctoral fellow দের গবেষণা করানো হয়।

অত্র গবেষণাগারে Method Validation এবং Lab Accreditation করার প্রক্রিয়া চলছে। ল্যাব আধুনিকীকরণ এবং আধুনিক বৈজ্ঞানিক যন্ত্র সমৃদ্ধ ল্যাব স্থাপন চলমান। দেশেই আন্তর্জাতিক মানের গবেষণা পরীক্ষণ সেবা ও প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হবে। বি. এসসি., এম.এসসি., পিএইচডি ও পোস্ট-ডক্টরাল শিক্ষার্থীদের গবেষণা কাজ পরিচালনায় আন্তর্জাতিক মানের সুযোগ সৃষ্টি হবে। অত্র গবেষণাগারে দেশীয় কাঁচামাল ও প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে নিজস্ব প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে দেশের শিল্পঅর্থনীতিকে জোরদার করণে বিশেষ ভূমিকা রাখছে।

 

সুবিধাভোগী সংস্থাসমূহ:

বাংলাদেশ কাস্টমস হাউজ, বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক গবেষণাগার, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহ, স্থানীয় ছোট ও বড় উদ্যোক্তা ইত্যাদি।

 

উল্লেখযোগ্য অত্যাধুনিক যন্ত্রপাতি সমূহ:

 GC-MS, LC-MS, HPLC, PCR, lon-Trap, AAS, FTIR, Protein Analyzer etc.

 

বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

বিজ্ঞান ও প্রযুক্তি মেলা প্রতি বছর রাজশাহী গবেষণাগার চত্বরে অনুষ্ঠিত হয়। এই মেলায় স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক ধারণা উদ্ভাবন ও প্রদর্শন করে এবং তাদের মধ্যে বিজ্ঞান চর্চার অভ্যাস গড়ে ওঠে। পরিষদের বর্তমান অবসরপ্রাপ্ত সমিতি বিশিষ্ট বিজ্ঞানীদের আজীবন সম্মাননা প্রদানের একটি কার্যক্রম গ্রহণ করেছে। গবেষণা উন্নয়ন কর্মকাণ্ডে রাজশাহী গবেষণাগারের অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হােক বলে আমি মনে করি। সমিতির এই উদ্যোগ এ দেশের জনগণের কাছে রাজশাহী গবেষণাগারের অবদান তথা স্বনামধন্য বিজ্ঞানীদের অবদান তুলে ধরতে পারবে।

 

গবেষণার ক্ষেত্র

সময়ের নিরিখে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এ গবেষণাগার গবেষণা প্রকল্পের উপর গবেষণা করে থাকে। বর্তমানে যে সব ক্ষেত্রে গবেষণা করা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল- খাদ্য ও পুষ্টি, খাদ্য রসায়ন, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, উন্নত পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য তৈরি, লাক্ষা ঔষধবিজ্ঞান, প্রাকৃতিক আঁশ, তেল-চর্বি ও মোম, বিভিন্ন শিল্পে আমদানীকৃত দ্রব্যের মান নিয়ন্ত্রণ, পানি দূষণ ও আর্সেনিকের উপস্থিতি সনাক্তকরণ, বিভিন্ন দ্রব বিশ্লেষণ, কৃত্রিম ও প্রাকৃতিক ফাইবার ও পলিমার সংক্রান্ত গবেষণা ইত্যাদি।

 

বিসিএসআইআর রাজশাহীর আর এণ্ড ডি পণ্য সমূহ:

Aloe Lemon Drinks, Kalomegh Syrup, Insecticidal Fertilizer, Disinfectant Liquid Soap, Aloevera Shampoo, Tomato Powder, Dewaxed shellac, Cholesterol Reducing Powder, Herbal Fish Feed, Insulating Varnish, Aloevera Body Lotion, Aloevera Hand Wash, Amla Candy, Groundnut Butter, Mulberry Syrup, Cassava Cake, Cassava chips, Antifungal Ointment, Mango Crush, Shotomuli Powder Drink, Herbal Medicated Hair oil and Hair dye etc.

 

আইটি-ইন্টারনেট সুবিধাঃ

গবেষণাগারটি বর্তমানে ফাইবার অপটিক ব্রডব্যান্ডের সাথে ইন্টারনেট অনলাইনে সংযুক্ত। এ নতুন তথ্য প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা আন্তর্জাতিক বিজ্ঞান চর্চার তথ্য উপাত্ত সংগ্রহ ও যোগাযোগের মাধ্যমে তাদের গবেষণায় নতুন দিগন্ত সূচনা করেছেন।

লাইব্রেরী সুবিধাঃ

গবেষণাগারের বিজ্ঞানীদের একটি লাইব্রেরী চালু আছে। উক্ত লাইব্রেরীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ডিসিপ্লিনের রেফারেন্স বই মজুদ আছে। গবেষকদের জন্য জার্নাল, ব্যাক ভলিউম সহ মূল্যবান প্রকাশনা বিদ্যমান। এছাড়া বহির্বিশ্বের উন্নত লাইব্রেরীগুলোর সাথে ওয়েবসাইটের মাধ্যমে যোগসূত্র স্থাপন করে বিভিন্ন ডিসিপ্লিনের জার্নাল সমূহে সদস্য হয়ে তথ্য সংগ্রহের সুযোগ সৃষ্টি হয়েছে।

 

এড-হক এন্ড ফরেনসিক

প্রায় ২০০ প্যারামিটারের পরীক্ষণ সুবিধা নিয়ে রাজশাহী গবেষণাগারে আমদানিকৃত পণ্যের মান নির্ণয় সহ সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের সরবরাহকত নমুনার গুনাগুণ পরীক্ষা করা হয়। এছাড়া কাস্টমস হাউস, পাের্ট অথরিটিসহ সকল সরকারী প্রতিষ্ঠানের নমুনা পরীক্ষা করে বৈদেশিক মুদ্রার অপচয়  রোধে ও সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।