Wellcome to National Portal
BCSIR Laboratories, Rajshahi Ministry of Science and Technology, Government of the People's Republic of Bangladesh
Text size A A A
Color C C C C

Last updated: 21st October 2021

About Analytical Cell

অ্যানালাইটিক্যাল সার্ভিস সেল: পণ্যমান বিশ্লেষণ সেবা সংক্রান্ত সকল প্রয়োজনীয় কার্যক্রম এই  সেল হতে পরিচালিত হয়।

 

গ্রাহক/সেবা গ্রহীতা:- সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, গবেষক এবং সাধারণ নাগরিকগণ তাদের বিভিন্ন শ্রেণির পণ্যের মান বা নমুনার নির্ভরযোগ্য বিশ্বমানের বিশ্লেষণ সেবা গ্রহণ করছেন।

 

সেবা গ্রহণ পদ্ধতি:অনলাইনের মাধ্যমে এই সেলের সেবা কার্যক্রম পরিচালিত হয়। সেবা গ্রহীতাকে অনলাইনে তার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে এবং সকল প্রয়োজনীয় সেবা অনলাইনে গ্রহণ করার জন্য বিশ্লেষণ সেবার লগ ইন মেনু-তে ক্লিক করে অথবা  bcsir.eserve.org.bd-তে লগ ইন করতে হবে। এছাড়া সেবাগ্রহীতাদের সেবা প্রদান নিশ্চিত করার জন্য অ্যানালাইটিক্যাল সেল সকাল ৯:০০ টা হতে বিকাল ৫:০০টা পর্যন্ত সরকারী ছুটি ব্যতিত সকল কার্যদিবসে খোলা থাকে। অ্যানালাইটিক্যাল সার্ভিস সেলে নমুনা গ্রহণ ও রেজিস্ট্রেশনের শেষ সময় বিকাল ৪:০০টা এবং রিপোর্ট প্রদানের সময় ২:০০-৪:৩০টা পর্যন্ত। 

20001